[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের নাম উচ্চারণ সংক্রান্ত মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন বুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩ এএম

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তারেক রহমানের নাম উচ্চারণের বিষয়ে দেওয়া এক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেন, “কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন’—এই কথাটি অনাকাঙ্ক্ষিতভাবে বলে ফেলেছি।

এটি মোটেও শোভন হয়নি এবং এ বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও বলেন, “এ ধরনের আকস্মিক মন্তব্যে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত লাগতে পারে। তবে আমার এ বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, দলের কোনো অবস্থানের সঙ্গে এর সম্পর্ক নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বরকত উল্লাহ বুলু এ মন্তব্য করেন।

তবে পরবর্তীতে তিনি স্পষ্ট করেন যে, এটি অনিচ্ছাকৃতভাবে বলা হয়েছে এবং এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর