[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ৮:১৬ পিএম

ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা কমিটির ৮ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং ৫ জন নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের তালিকা:

  • কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু
  • সদস্য ইমরান খান রানা
  • কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ
  • যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির
  • সদস্য রায়হান হোসেন
  • সদস্য আপন
  • সদস্য রাজু আহমেদ
  • সদস্য রাতুল রায়হান

শোকজপ্রাপ্তদের তালিকা:

  • কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান
  • সদস্য সাগর উদ্দিন
  • সদস্য আমির হামজা
  • কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী
  • যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন

তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর