সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা কমিটির ৮ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং ৫ জন নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের তালিকা:
শোকজপ্রাপ্তদের তালিকা:
তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: