[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৪ এএম

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে এক বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানাতে আয়োজিত এই সভায় হাসমত আলী নামে এক বিএনপি নেতা বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী।

তবে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন না।

সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এর আগে কমিটি ঘোষণা হওয়ার পর স্থানীয় বিএনপির কিছু অংশ তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে হাসমত আলী বলেন, “আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি।

আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, অসাবধানতাবশত এমনটি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর