অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সাম্প্রতিক সময়ে বড় অপরাধের হার কমলেও ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে, এবং খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “হত্যা ও ডাকাতির মতো বড় ধরনের অপরাধ কমে এসেছে, তবে সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। আশা করছি, খুব দ্রুতই এসব অপরাধ কমে আসবে।”
তিনি আরও বলেন, “বিশ্বের কোনো দেশই শতভাগ অপরাধমুক্ত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি না হতে দেওয়া। এ দায়িত্ব সরকার যথাযথভাবে পালন করছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তে তিনি পরিদর্শনে এসেছেন কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও তার টিম নিয়ে পরিদর্শন করছেন। তবে তিনি সাধারণত গণমাধ্যমের সামনে কম আসেন।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, “অপরাধ যেকোনো ধরনের হোক— রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই— দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: