জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা বিষয়ে বিতর্কিত নির্দেশনার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি বলেন, রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনের সময় সেখানে চিকিৎসাধীন আহত রোগী ও তাদের স্বজনরা জানান, আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসা না দেওয়ার নির্দেশ এসেছিল। হাসপাতালের চিকিৎসকরাও এই তথ্য নিশ্চিত করেছেন বলে দাবি করেন প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্দোলন চলাকালে নিহতদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট তৈরির সুযোগ দেওয়া হয়নি। কিছু ক্ষেত্রে মৃত্যুর প্রকৃত কারণ পরিবর্তন করে অন্যভাবে লেখা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।
তিনি জানান, এ সংক্রান্ত প্রমাণ যাচাই-বাছাই ও ফরেনসিক বিশ্লেষণের পর তা আদালতে উপস্থাপন করা হবে। প্রসিকিউশনের দাবি, ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: