[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

নতুন দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩০ পিএম

ফাইল  ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নতুন করে দেশ গঠনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, "দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।"

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাহফুজ উল্লাহকে বাংলাদেশের সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "মাহফুজ উল্লাহ যে সময় খালেদা জিয়ার পক্ষে লেখালেখি করেছেন, সেই সময়ে বিএনপির অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবুও তিনি নিজের লেখনী চালিয়ে গেছেন।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে আমরা অনেক সময় মিথ্যা নায়কদের খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু প্রকৃত নায়ক ছিলেন মাহফুজ উল্লাহর মতো সাংবাদিকরা। তার লেখা এবং টকশোগুলো আজও আমাদের জন্য প্রেরণার উৎস। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও তার কাজ দিকনির্দেশক হিসেবে কাজ করবে।"

শফিকুল আলম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অনেক মাহফুজ উল্লাহর মতো সাহসী এবং সৎ সাংবাদিক বাংলাদেশে উঠে আসবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর