[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৫১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটি আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

দলটি দেশবাসীর প্রতি কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জামায়াত দাবি করেছে, এ টি এম আজহারুল ইসলাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি। দলটির পক্ষ থেকে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর