[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

ভোটের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৩৬ পিএম

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন।’

মঙ্গলবার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার আন্দোলনের শেষ দিনে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে।’

তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি সহ্য করা হবে না। সরকার যদি জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে তিস্তা নদীর তীরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। আন্দোলনকারীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, ‘তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা পানির জন্য হাহাকার করছে, নদীভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটি এখন দল-মত নির্বিশেষে সবার প্রাণের দাবি।’

তিনি আরও বলেন, ‘শুষ্ক মৌসুমে তিস্তায় পানি না থাকলেও বিএনপির এই লাগাতার ৪৮ ঘণ্টার কর্মসূচির ফলে ভারত সরকার পানি দিতে বাধ্য হয়েছে। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে।’

ক্ষোভ প্রকাশ করে হাফিজ বলেন, ‘আমরা ম্যান ম্যান করা তত্ত্বাবধায়ক সরকার নই, আর ভোট চোর সরকার তো স্বামীর বাড়ি গিয়েছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ফসল চাষের জন্য তিস্তায় পর্যাপ্ত পানি নেই। শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, আর বর্ষায় বন্যার কবলে পড়ে জমি-বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।’

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিস্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ  আল মামুন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর