[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন সংগঠনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৮ পিএম

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা এবার নতুন একটি ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিয়েছেন।

তাদের দাবি, এই সংগঠনটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র, যেখানে শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই শিক্ষার্থীরা যুক্ত হতে পারবেন।

সংগঠনটির মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নেওয়া।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা জানান, নতুন সংগঠনের নাম এখনো নির্ধারিত হয়নি।

দেশের বিভিন্ন ক্যাম্পাসে জরিপ চালিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নাম ঠিক করা হবে। তবে নেতৃত্বে কারা থাকবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথচলা ও নতুন সিদ্ধান্ত

গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন দমন করতে তৎকালীন সরকার কঠোর অবস্থান নিলেও, শিক্ষার্থীদের দৃঢ় প্রতিরোধের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়।

আন্দোলনের পর অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মী নিজেদের সংগঠনে ফিরে গেছেন, তবে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এখন নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা বাংলাদেশের সংগ্রামের ইতিহাস ও ছাত্র জনতার চেতনাকে ধারণ করে নতুন সংগঠন গড়ে তুলব।

১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত সকল গণআন্দোলনের চেতনা থেকেই আমাদের ছাত্র রাজনীতি সক্রিয় থাকবে।"

আরেক সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেন, "দেশে একাধিক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা শোনা যাচ্ছে, তবে আমাদের এই উদ্যোগ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি পুরোপুরি শিক্ষার্থীদের স্বতন্ত্র সংগঠন হিসেবে গড়ে উঠবে।"

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আপসহীন অবস্থান

সংগঠনটির নেতারা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের অনুসারী হবে না, বরং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি আপসহীন থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, "আমাদের আন্দোলনের ছায়াতলে সবাই এক হয়েছিল, আমরা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করেছি। এখন আমরা নতুন একটি ছাত্র সংগঠন গঠনের দিকে এগোচ্ছি। যারা ব্যক্তিগতভাবে এই সংগঠনে যুক্ত হতে চান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নতুন সংগঠনের সদস্য হতে পারবেন।"

নতুন সংগঠনের কাঠামো ও নীতিমালা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ চালিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর