বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই এবং এটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারব।
রোববার বিকালে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহিদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘‘এটা শুধু রাজনীতির জন্য নয়, আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন খাত, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে হবে।’’
তিনি বলেন, ‘‘বর্তমানে আমরা যে ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছি, তা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আয়োজিত। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং তার পরবর্তী নেতা তারেক রহমান দলের নেতৃত্ব দিচ্ছেন।’’
এ সময় তিনি তরুণ-যুবকদের উৎসাহিত করে বলেন, ‘‘আমাদের তরুণ-যুবকরা এখন ক্রিকেটের প্রতি আগ্রহী হলেও এক সময় ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক এক সময় ফুটবল খেলা নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং বর্তমানে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির ময়দানে কাজ করছেন।’’
এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে সৈয়দ মমিনুল হক বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: