[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক: রিজভী


প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩৯ পিএম

ফাইল  ছবি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিছু রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক কর্মকাণ্ড হিসেবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা একটি ভয়ংকর পরিকল্পনা নিয়ে উঁৎ পেতে আছেন এবং দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে ওই ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, "জাতি এখন মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে," এবং ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও তিনি অভিযোগ করেন।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে বহু মানুষ জীবন দিয়েছিলেন, সেই গণতন্ত্র ফেরানোর জন্য সরকারের বিরুদ্ধে ভোটের মাধ্যমে চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সব সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর