জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের বিচারে কোনও ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না।
তিনি সতর্ক করে বলেন, যদি কোনও পক্ষ থেকে বিচারে হস্তক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, "দেশে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিচারের মুখোমুখি না হয়ে নিরপত্তার সুযোগ পেয়ে যান।
তবে চলমান গণআন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনও রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করা হলে আমরা তা মেনে নেব না।
বিচারের ক্ষেত্রে কোনও ধরনের আপস বা প্রভাব খাটানোর চেষ্টা সহ্য করা হবে না।"
তিনি আরও বলেন, "যারা মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের সঙ্গে যুক্ত, তাদের দলীয় পরিচয় বিবেচনা না করেই আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসআর
মন্তব্য করুন: