[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৪ পিএম

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে এবং বেশিরভাগ দলই একমত যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সকলেই প্রায় একমত।

তিনি আশা করেছিলেন, আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ সম্পর্কে একটি সিদ্ধান্ত আসবে।

শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, কিছু রাজনৈতিক দল এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূল পর্যায়ে সংঘাত ও সহিংসতা বাড়বে, এবং আওয়ামী লীগ তাদের প্রভাব মজবুত করবে। তবে তিনি মনে করেন, এই ব্যাখ্যাটি সঠিক নয়, কারণ স্থানীয় সরকার নির্বাচনে কিছুটা সমস্যা হতে পারে, তবে তা অনেক বড় সংঘাত হবে না।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরের ইতিহাস দেখলে বুঝা যায় যে, নির্বাচিত সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করুক না কেন, স্থানীয় সরকারের নির্বাচনে তাদের প্রভাব রয়েছে। তিনি উল্লেখ করেন, গত ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে এবং যদি জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসে হয়, তাহলে প্রায় দশ মাস পর্যন্ত স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি থাকবে না, যা একটি বড় সমস্যা।

নুর বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা রয়েছে, তাতে সরকার কার্যকরীভাবে কাজ করতে পারছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি এবং কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের গতিও সন্তোষজনক নয়।”

তিনি বলেন, “বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন—এ ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো একজনের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে, আমাদের পরামর্শ হলো, আগামী পাঁচ বছরে রাজনীতিতে যুক্ত না হওয়া অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, যাতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব হয়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর