জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের 'সত্যতা' উদ্ঘাটিত হওয়ায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাইকমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মাধ্যমে মুজিবুল আলম স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের হাতে গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অমানবিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তার সত্যতা এখন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে। খুনি এবং তাদের সহযোগীদের পরিচয়ও প্রকাশিত হয়েছে, যা বিশ্ববাসীকে জানানো হয়েছে। এই প্রতিবেদনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছে।”
জামায়াত আমির আরও বলেন, “বিশ্ব সংস্থার তদন্তে এটি পরিষ্কার হয়েছে যে, শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং এতে দেশের জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, গুম, এবং গণহত্যা চালানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনটি দেখিয়ে দিয়েছে, দেশের গণতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস এবং নাগরিকদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে।”
ডা. শফিকুর রহমান বলেন, “জাতিসংঘের এই প্রতিবেদনটি গণহত্যার দলিল হিসেবে বিবেচিত হবে এবং এটি মজলুমদের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রাখবে। আমাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে গণহত্যায় জড়িত সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। জনগণের আশা, আওয়ামী লীগকে গণহত্যার কারণে রাজনীতি করার অধিকার হারাতে হবে। এই দৃষ্টিকোণ থেকে, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টিও অন্তর্বর্তী সরকারের বিবেচনায় আসা উচিত।”
এসআর
মন্তব্য করুন: