অন্তর্বর্তী সরকার গঠনের ছয় মাস পর আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তার সঙ্গে ছিলেন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। আয়নাঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
সম্প্রতি এক টকশোতে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনে দেরি হওয়ার বিষয়ে মন্তব্য করেন ব্রিগেডিয়ার আযমী।
তিনি বলেন, “সরকারপ্রধানের দায়িত্ব অনেক, সবকিছুর অগ্রাধিকার নির্ধারণ করতে হয়। আয়নাঘর পরিদর্শন তার প্রধান অগ্রাধিকার ছিল কি না, সে বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।”
এ প্রসঙ্গে তিনি আরও জানান, গুম কমিশন এর আগে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আয়নাঘর পরিদর্শন করেছিল এবং সেই সময় তার সাক্ষাৎকারও নেয়। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, তারা বিভিন্ন কক্ষ চিহ্নিত করতে সক্ষম হয়।
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনে ছয় মাস বিলম্ব নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে ব্রিগেডিয়ার আযমী বলেন, “আমরা আবেগপ্রবণ জাতি, তাই অনেক সময় আবেগের বশে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়।
এসআর
মন্তব্য করুন: