বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করে কারাগারে রাখা হয়েছে।
তিনি দাবি করেন, তাকে কোনো অপরাধ ছাড়াই দণ্ডিত করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
অন্যথায় জনগণ দুর্বার আন্দোলনের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করবে।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগর ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর উত্তর থানা শাখার আয়োজিত এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, অতীতেও রাজনৈতিক দমন-পীড়নের মুখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হয়েছে।
কিন্তু জনগণের সমর্থন ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জামায়াত একটি আদর্শিক সংগঠন, যা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: