[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী কোথায় ছিল? প্রশ্ন জয়নুল আবেদীন ফারুকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৫ পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী কোথায় ছিল? তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে দলটি কখনো স্বাধীনতা দিবসে মিছিল করেনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভার মূল দাবি ছিল—জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

ফারুক বলেন, "শুনেছি, ১৯৭১ সালে জামায়াতের একটি পত্রিকা মুক্তিযোদ্ধাদের অমুসলিম বলে প্রচার করেছিল। এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।

এক সময় যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা এখন সংস্কারের নামে নির্বাচন নিয়ে কথা বলছে। এটা কোন ইঙ্গিত বহন করে?"

তিনি আরও বলেন, "বিএনপি গত ১৬ বছরে শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। এখনও জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করব না।"

জামায়াতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফারুক বলেন, "আপনারা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু ফল কী হয়েছে? আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।"

জাতীয় পার্টির জি এম কাদেরের উদ্দেশে তিনি বলেন, "তিনবার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন। এখন দেখুন, জাতীয় পার্টি বিলুপ্ত হওয়ার পথে।"

তিনি আরও অভিযোগ করেন, "বিগত ১৬ বছরে আমরা অনেক জেল-জুলুম সহ্য করেছি। শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। ভারতের আশ্রয়ে টিকে থাকা এই সরকার গণতন্ত্রকেও ধ্বংস করেছে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. নবী হোসেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর