[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:২৯ পিএম

ফাইল ছবি

রোজার আগে নিত্যপণ্যের দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
মির্জা আব্বাস বলেন, "যারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে, জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না, যা অন্যায়।"

নির্বাচন ও অন্তর্বর্তী সরকার
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুত। তবে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

দলীয় সদস্য নবায়নে সতর্কতা
দলীয় সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, "নবায়নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দলে ঠাঁই দেওয়া যাবে না। আমাদের অগণিত সদস্যের প্রয়োজন নেই, বরং ১০ জন নিষ্ঠাবান কর্মী থাকলেই যথেষ্ট।

মির্জা আব্বাস অভিযোগ করেন, "অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ঋণখেলাপি হলে ব্যবস্থা নেওয়া হয় না, অথচ সব দোষ চাপানো হয় বিএনপির ওপর। এটা আর মেনে নেওয়া যাবে না।"

তিনি সব রাজনৈতিক দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর