বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধিদল।
বৈঠকে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে।
তিনি আরও জানান, জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতের পক্ষে মত দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত কঠোর বিধি বাতিলের দাবি জানিয়ে বলেছেন, সবার রাজনীতি করার অধিকার রয়েছে।
৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জামায়াত নেতা বলেন, প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং নিবন্ধনের বিষয়ে তারা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন (ইসি) জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর আগে ২০১৩ সালে হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
এসআর
মন্তব্য করুন: