[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

নির্বাচন কমিশনের সঙ্গে এক যুগ পর বৈঠকে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম

ফাইল ছবি

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংস্কার উদ্যোগ ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ মোট ছয়জন উপস্থিত ছিলেন। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকে অংশ নেন। ইসি সচিব আখতার আহমেদও এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন,

"আমরা নির্বাচন কমিশনে এসেছি, প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে আলোচনা করব এবং আমাদের বক্তব্য তাদের কাছে তুলে ধরব। পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর