[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ছাত্রদের নতুন দল ঘোষণা ২৪ ফেব্রুয়ারী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘোষিত এক দফায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলা হয়েছিল, এবার সেটিই বাস্তব রূপ পেতে যাচ্ছে।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

দলের নেতৃত্ব ও কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নতুন দল ঘোষণার বিষয়ে সবাই একমত হয়েছেন। এর নেতৃত্বে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন। তাদের দুজনের একজন সদস্য সচিবের দায়িত্ব নেবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন—

  • নাগরিক কমিটির মুখপাত্র: সামান্তা শারমিন
  • যুগ্ম আহ্বায়ক: আলী আহসান জুনায়েদ
  • মুখ্য সংগঠক: সারজিস আলম
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক: হাসনাত আব্দুল্লাহ
  • সদস্য সচিব: আরিফ সোহেল
  • মুখ্য সংগঠক: আব্দুল হান্নান মাসুদ

নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, নাহিদ ইসলামকে দলের প্রথম আহ্বায়ক হিসেবে ভাবা হচ্ছে। তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে নতুন দলের নেতৃত্ব দেবেন।

দলের নাম ও প্রতীক নির্ধারণে জনমত জরিপ

নতুন দলের নাম ও প্রতীকের বিষয়ে অনলাইন ও অফলাইনে জনমত সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ মতামত দিয়েছেন।

নাগরিক কমিটির এক নেতা জানান, অধিকাংশ মানুষ “নাগরিক”, “বৈষম্যবিরোধী”, “অধিকার” ইত্যাদি শব্দ সংযুক্ত নাম পছন্দ করছেন, যেমন “নাগরিক অধিকার পার্টি” বা “নাগরিক মর্যাদা” ইত্যাদি। প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন প্রতিফলিত হয় এমন কিছু বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাজনীতিতে নতুন চমক আসছে?

বিশ্বস্ত সূত্র বলছে, বিভিন্ন দলের তরুণ নেতারা এই দলে যোগ দিতে পারেন। কেউ কেউ দল ঘোষণার সময়, আবার কেউ নির্বাচনের আগে যোগ দিতে পারেন।

এছাড়া, ইসলামী ছাত্রশিবির ও বামপন্থী ছাত্রনেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্য দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এখনই পদত্যাগ করছেন না।

আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর মডেল বিশ্লেষণ

নতুন দলের কাঠামো ও গঠনতন্ত্র চূড়ান্ত করতে নেতারা গবেষণা চালাচ্ছেন। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (ভারত), এরদোয়ানের একে পার্টি (তুরস্ক) ও ইমরান খানের পিটিআই (পাকিস্তান)— এসব দলের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা হচ্ছে।

সামান্তা শারমিন জানান, "আমরা এমন একটি দল গঠন করতে চাই, যা জনগণের কাছে পরিচিত, তবে অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে। নেতৃত্ব যেন একক ব্যক্তি বা পরিবারকেন্দ্রিক না হয়, সেটিও নিশ্চিত করা হবে।"

নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি অরাজনৈতিক ফোরাম হিসেবেই থাকবে, তবে এখানকার যে কেউ নতুন দলে যোগ দিতে পারবেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা বাংলাদেশপন্থি একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি। গণঅভ্যুত্থানের নেতারাই দলের নেতৃত্বে থাকবেন, তবে চমকও থাকতে পারে।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান, "ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দল ঘোষণার প্রস্তুতি চলছে। গঠনতন্ত্র, ঘোষণাপত্র তৈরি প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই দলের নাম ও প্রতীক চূড়ান্ত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর