[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

চাঁদা দাবির অডিও ফাঁস, জামায়াত নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:১৪ পিএম

ফাইল ছবি

ফেনীতে এক মাদ্রাসাশিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামীর নেতা জাকির হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেছিলেন জামায়াতের রুকন জাকির হোসেন।

এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার ২ উপধারা অনুযায়ী জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রবিবার মাহমুদুল হাসান ও জাকির হোসেনের কথোপকথনের অডিও ফাঁস হয়।

মাহমুদুল হাসান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত বছরের ৫ আগস্ট তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান জানান, জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

দলীয় নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংগঠন আরও কঠোর হবে বলে জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর