[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৭:৩৪ পিএম

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ ও ছাত্রসমাজ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলেছে।

তবে এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।

দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য বর্তমান সরকারই দায়ী। তাই আমাদের সাবধানতার সঙ্গে পথ চলতে হবে।”

রোববার বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকাল ৪টা ৫৮ মিনিটে ঢাকায় পৌঁছান।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনে ফিরে গেছেন।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে মির্জা ফখরুল, আমির খসরু ও জাইমা রহমান অংশ নেন। এ সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “আমাদের যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। আমাদের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।”

খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন এবং তার চিকিৎসা চলছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “একটি অন্ধকারকে আরেকটি অন্ধকার দিয়ে দূর করা যায় না। আলো দিয়েই তা দূর করতে হয়। আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে। 

‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে ফ্যাসিবাদ সম্পর্কে আমরা অনেক আগেই সতর্ক করেছি। এখন যাদের বোধোদয় হয়েছে, তাদের ধন্যবাদ জানাই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর