[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বৈঠকে বসবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২:১২ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

সন্ধ্যা ৬টায় দলটির প্রতিনিধি দল যমুনায় গিয়ে এ বৈঠকে অংশ নেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা।

তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মির্জা ফখরুল আজ সন্ধ্যা ৫টায় দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনা এবং সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর