ভোলার বোরহানউদ্দিনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকেও বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। তবে ঘটনাস্থলে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, রফিকুল ইসলাম তার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরেই ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছেন।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের কেউ অবহিত করেনি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: