[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

যৌথবাহিনীর অভিযান পুনরায় শুরু হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৭ পিএম

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী নতুন করে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যা কিছু মহল জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে এক সমাবেশে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে ছাত্রদের মিছিলে গুলি চালানো হয়।

এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে, এই নিশ্চয়তা আমি দিতে চাই।

বিক্ষুব্ধ জনতা লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জানালে উপদেষ্টা বলেন, "গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানার অস্ত্রাগার লুট হয়েছে, যার পেছনে স্বার্থান্বেষী মহল ছিল। এ ছাড়া, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া অস্ত্রের লাইসেন্সধারীদের অনেকেই এখনও অস্ত্র জমা দেয়নি।"

তিনি আরও জানান, "গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিছু গোষ্ঠী অবৈধভাবে অস্ত্র প্রবেশ করিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ কারণেই যৌথবাহিনীর অভিযান পুনরায় শুরু করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর