[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরালে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ৩:০৩ পিএম

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে স্থাপিত ম্যুরালটি কিছু বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করে এবং পরে বারবাজার এলাকায় এনে আগুন দেয়।

স্থানীয়রা জানান, ২০২১ সালে ওই কলেজ চত্বরে ১২৩ ফুট উচ্চতার ‘দ‍্য স্ট্যাচু অব লিবার্টি অ্যান্ড ফ্রিডম’ টাওয়ার নির্মাণ করা হয়, যার ওপর শেখ মুজিবের ম্যুরাল স্থাপন করা হয়েছিল। কলেজটির তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এটি তৈরিতে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর একদল ছাত্র-জনতা মিছিল নিয়ে এসে ম্যুরালটি ভাঙচুর করে। পরে সেটি শহরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম জানান, এটি দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত মুজিব ম্যুরাল ছিল।

তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুরের সময় কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় এবং কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর