[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে টানা জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২:৩৮ পিএম

ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল রাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির নিজ বাসা থেকে শাওনকে এবং মধ্যরাতে একই এলাকা থেকে সোহানা সাবাকে নেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কিছু বিষয়কে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর