[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

এবার শেখ হাসিনার গোডাউনে ভাঙচুর-লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২:১৯ এএম

ফাইল ছবি

খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় একটি পুরনো পাট গোডাউনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি সেখানে হামলা চালায় এবং আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটের গুদামে ঢুকে একদল লোক ভাঙচুর চালায় এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ৪ বিঘা জমি কিনেছিলেন। সেখানে একটি পাট গুদাম ও একটি কক্ষ ছিল, যা পরে সংস্কার করা হয়।

বিভিন্ন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই গুদামটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছিল। ২০০৭ সালে শেখ হাসিনা তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে জানতে পারেন। এরপর এটি পুনঃসংস্কার করা হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভাঙচুর ও লুটপাটের কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর