ধানমন্ডির ৩২ নম্বরের হামলা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এটি ছাত্রদলের কোনো কর্মসূচি নয়। এই ঘটনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার একটি অংশ জড়িত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন বলেন, “ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে দোষারোপ করছেন এবং হুমকি দিচ্ছেন। অথচ সরকার এখনও ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাকে গ্রেফতার করেনি। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমা না চাওয়ায় ধানমন্ডির ৩২ নম্বরে হামলার ঘটনা ঘটতে পারে।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতারা ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেন এবং পরে একটি মিছিলের মাধ্যমে ক্যাম্পাস ত্যাগ করেন।
এসআর
মন্তব্য করুন: