রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ভবনের সামনের অংশ অপসারণের কাজ চলছে।
বুধবার রাতে শুরু হওয়া এই কার্যক্রম বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এক্সকাভেটরের সাহায্যে ভবনটির সামনের অংশ ভাঙতে দেখা যায়।
গতকাল সন্ধ্যায় একটি রাজনৈতিক ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরের সামনে সমবেত হয় এবং ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ভবনের কিছু অংশে হামলার ঘটনা ঘটে এবং কিছু স্থাপনায় রঙ স্প্রে করা হয়।
রাতের ঘটনার পর ভোরে আরও জনসমাগম ঘটে। সকাল থেকে ক্রেন ও এক্সকাভেটরের মাধ্যমে ভবনের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণের কাজ শুরু হয়।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের ঘোষণা দেন এবং গণস্বাক্ষরের মাধ্যমে নতুন নামকরণ করেন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।
গত বছর ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের ছয় মাস পূর্তিতে আয়োজিত একটি ঘোষণাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন কর্মীরা কর্মসূচির ডাক দিলে সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবনটির ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: