আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার করা উচিত, বিশেষ করে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে আওয়ামী লীগের বিচার করা যেতে পারে।
তিনি আরও বলেন, সরকার একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ধরনের দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সংস্কারের আহ্বান
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনমুখী সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, “আপনারা সংলাপ করুন, আইনি সংস্কার করুন এবং তারপর প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিন।"
তিনি আরও বলেন, সরকার যদি সংস্কার প্রক্রিয়ায় অযথা দেরি করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সরকারকে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।
বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কার দাবি
বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, বর্তমান বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই বিচার ব্যবস্থার সংস্কার ও প্রশাসন থেকে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের সরানোর দাবি জানান তিনি।
### জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন।
তিনি বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, দেশের কল্যাণে যেকোনো গঠনমূলক পরামর্শ তারা গ্রহণ করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ।
এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
এসআর
মন্তব্য করুন: