[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

এবার খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ পিএম

ফাইল ছবি

খুলনার ২৩ শেরেবাংলা রোডে অবস্থিত ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

বুধবার রাতে ছাত্র-জনতা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

পরে দুটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয় এবং বাড়ির সামনে ভিড় করতে থাকে। এর আগে ৪ ও ৫ আগস্ট ‘শেখ বাড়ি’-তে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

এদিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাড়িতেও বিক্ষোভ দেখা যায়।

সেখানে ছাত্র-জনতা অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং কিছু অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর