রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি দল জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি দল জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তারা সেখানে সমবেত হয় এবং প্রতিবাদ জানাতে শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু বিক্ষোভকারী গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।
সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: