protidinerbangla22@gmail.com বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

স্বৈরশাসকের মতোই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৫৬ পিএম

ড. আসাদুজ্জামান রিপন

ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা পূর্বের স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, এসব উপদেষ্টারা কোটি কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি ব্যবহার করছেন, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় শহীদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত।

ড. রিপন আরও বলেন, এ ধরনের ভোগবিলাস সংস্কারের লক্ষ্য থেকে সরকারকে দূরে সরিয়ে দিচ্ছে। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ভোগবিলাসী উপদেষ্টাদের দ্রুত পদ থেকে অপসারণের আহ্বান জানান। পাশাপাশি তিনি দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি করেন।

তিনি সতর্ক করে বলেন, “যদি এই অবস্থার অবসান না ঘটে, দেশ জাতীয় নিরাপত্তা ও গভীর সংকটের মুখে পড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মোল্লা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, এবং ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর