[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন- মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩৫ পিএম
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩৭ পিএম

মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, "দেশে দ্রব্যমূল্য বেড়েই চলেছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির দিকে, প্রশাসনেও শৃঙ্খলার অভাব স্পষ্ট। তাই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে বিদায় নেওয়া। তা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।"

তিনি আরও বলেন, "ছাত্রদের রাজনৈতিক অধিকার রয়েছে, তবে এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।

আমি আগে বলেছিলাম সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার, কিন্তু এখন বলছি, আর দেরি করা যাবে না—যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।"

নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন মান্না।

তিনি বলেন, "এই হত্যার দায় সরকারকেই নিতে হবে। প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।"

তিনি আরও বলেন, "বর্তমান সরকার নির্দিষ্ট একটি দলকে অভিযুক্ত করছে, আরেকটি দলকে সুবিধা দিচ্ছে—এটি জনগণ মেনে নেবে না। সরকার পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর