[email protected] বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৪ পিএম

ফাইল ছবি

গণমাধ্যম ও প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "কিছুদিন পর দেখব, খুনিরা সবাই বাইরে, আর বিপ্লবীরা জেলের ভেতর।"

গণমাধ্যম ও প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "কিছুদিন পর দেখব, খুনিরা সবাই বাইরে, আর বিপ্লবীরা জেলের ভেতর।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়! বুঝতেছেন ব্যাপারটা?’

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে আরও লেখেন, "দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য বজায় রয়েছে। তাদের প্রভাব এখনও দূর করা সম্ভব হয়নি।"

গণমাধ্যম ও প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, "বর্তমান আমলা ও মিডিয়া কিছু নির্দিষ্ট স্বার্থ রক্ষায় কাজ করছে। দীর্ঘদিন ধরে যারা স্বৈরাচারের পথ সুগম করেছে, জনগণের লড়াইকে ভুলভাবে চিত্রিত করেছে, তারা এখন নিজেদের অবস্থান সুসংহত করতে চায়।"

এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "একজন পলাতক ব্যক্তি বিবৃতি পাঠাচ্ছেন, আর তা প্রকাশিত হচ্ছে—এটি কীসের ইঙ্গিত দেয়, তা বোঝাই যাচ্ছে।"

হাসনাত আবদুল্লাহর এসব মন্তব্য নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর