পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ছাত্রলীগ সভাপতি সালমান ফারসি শোভনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে একটি প্রকাশনা উৎসব চলছিল।
শোভন সেখানে বাইক নিয়ে গেলে কিছু শিক্ষার্থী তাকে চিনতে পারেন এবং সন্দেহজনক পরিস্থিতিতে আটক করে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
শোভন থানায় দাবি করেন, তিনি বিকেলে কলেজ মাঠে গেলে এক ব্যক্তি তাকে ডাক দেন। কথা বলার সময় কয়েকজন এসে তাকে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন জানান, তাদের প্রকাশনা উৎসব চলাকালে মাঠে কিছু বিশৃঙ্খলা দেখা দিলে তারা পুলিশকে খবর দেন। তবে শোভনের ফোন ও বাইকের বিষয়ে তিনি কিছু জানেন না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, আটককৃত ব্যক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এসআর
মন্তব্য করুন: