[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৪:০৮ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

রিজভী বলেন, “বর্তমান সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একদলীয় নিয়ন্ত্রণে নিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ দলের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর প্রকৌশলী ছাত্রদলের সদস্য হলেও তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। বরং ৫ নম্বর ব্যক্তি, যিনি ওই বিশেষ দলের সদস্য, তাকে নিয়োগ দেওয়া হয়েছে।”

প্রশাসনের ফ্যাসিবাদী চরিত্রের অভিযোগ
তিনি আরও বলেন, “প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিবাদের লোকেরা বহাল তবিয়তে রয়েছে। তাদের কাজ শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। এগুলো মূলত শেখ হাসিনার কথার প্রতিধ্বনি।”

গণতন্ত্র ও সুশাসনের দাবি
রিজভী দাবি করেন, “গণতন্ত্র মানেই হচ্ছে সমালোচনা করার অধিকার। জনগণের জন্য যেসব কল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেগুলো বাস্তবায়ন করাই সরকারের কাজ। কিন্তু বর্তমানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জনপ্রশাসনের সচিবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি এখনো পদে বহাল রয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

বিএনপির এই নেতা বলেন, “জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য সচেষ্ট। গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

জনগণের দাবি মেনে নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা সময়ের দাবি।

বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের প্রভাব নিয়ে সমালোচনা করে আসছে। রিজভীর বক্তব্য এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর