দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণ এবং পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ আত্মপ্রকাশ করেছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণ এবং পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ আত্মপ্রকাশ করেছে
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় দলটির লক্ষ্য ও নীতিমালা তুলে ধরেন আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক।
দলের উদ্দেশ্য ও অবস্থান
মেজর জেনারেল মো. এহতেশাম উল হক জানান, “আমাদের দল নির্দলীয় রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।
আমরা নির্বাচনী ক্ষমতার জন্য নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনে কাজ করব। আমাদের নীতিমালা হবে দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ।
তিনি বলেন, “আমরা জাতির ঐক্য, ত্যাগ এবং জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ কোনো নাগরিককে বৈষম্যের শিকার হতে না দেওয়া।
দলের আহ্বায়ক আরও জানান, “আমরা একটি জবাবদিহিতাপূর্ণ এবং আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই, যা আইনশৃঙ্খলা বজায় রাখবে এবং সবসময় আইনের শাসন নিশ্চিত করবে।
একই সঙ্গে সশস্ত্র বাহিনী, আনসার এবং ভিডিপিতে প্রয়োজনীয় সংস্কার এনে জাতীয় নিরাপত্তা বৈশ্বিক মানে উন্নীত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আশা প্রকাশ করেন, “বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করতে চাই। আমরা শিগগিরই সরকারের সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা করছি।”
সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ, জাহাঙ্গীর চৌধুরী ও ওবায়দুল্লাহ মামুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’র এ উদ্যোগ নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশা করছেন।
এসআর
মন্তব্য করুন: