[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:২৭ এএম
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:২৯ এএম

লোগো

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত উত্তেজনার পর দুপক্ষ টেঁটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে জাকির হোসেন রাতুলের সমর্থিত দুইজন এবং আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হন।

তিনি আরও বলেন, “দুপক্ষের সংঘর্ষ বাঁশগাড়ি এলাকায় শুরু হলেও এখন মির্জাচর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, “বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তী তথ্য পরে জানানো হবে।”

উল্লেখ্য, এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর