জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে খুন, চাঁদাবাজি, লুটপাট এবং ঘুষের মতো অপরাধের বিচার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
তিনি আরও বলেন, যেসব তরুণরা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে দেশকে মুক্ত করেছে, তাদের সঙ্গেই রয়েছে জামায়াতে ইসলামী। আমরা তরুণদের হাতে দেশ গড়ে তোলার দায়িত্ব দিতে চাই।
শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরের গোরে শহীদ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে।
বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। জামায়াত নারীদের কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করবে।
তিনি অভিযোগ করেন, দেশের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে সরকারের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি, তিনি দাবি করেন, শাপলা চত্বরে কোনো আলেম হত্যার ঘটনা না ঘটলেও সরকার জনগণকে বিভ্রান্ত করেছে।
অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আতঙ্ক থাকবে না। নির্বাচনের পর কোনো সহিংসতা কিংবা প্রতিহিংসার পরিবেশ থাকবে না।"
তিনি আরও অভিযোগ করেন, রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতার দায় জামায়াতের ওপর চাপানো হলেও প্রকৃতপক্ষে এ ধরনের কর্মকাণ্ডে জামায়াত যুক্ত ছিল না।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এসআর
মন্তব্য করুন: