[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:১৫ এএম

ফাইল  ছবি

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) খালেদা জিয়াকে তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের ক্লিনিক থেকে তার বাসায় নিয়ে যান। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার ক্লিনিকের বাইরে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি। তার বয়স ও স্বাস্থ্যগত অবস্থার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে তিনি যে চিকিৎসা গ্রহণ করছেন, তাতে লন্ডন ক্লিনিক এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।

অধ্যাপক জাহিদ হোসেন আরও জানান, লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে পর্যালোচনা করেছেন এবং দুটি পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল হাতে আসলে, খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরে যাবেন।

তিনি বলেন, "বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে খালেদা জিয়া প্রফেসর প্যাট্রিক কেনেডি ও ড. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নেবেন।"

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি তিনি লন্ডন যান। ওইদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি 'দ্য লন্ডন ক্লিনিক' হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর