[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মানুষের তৈরি আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না’: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশে যতদিন আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, ততদিন শান্তি আসবে না।

মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না।” তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাই এই দেশকে ভালোবাসি। কিন্তু অতীতে একটি দল ক্ষমতায় গিয়ে দাবি করেছে, শুধুমাত্র তারাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে ভালোবাসে।

অথচ শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে নিজেই বলেছিলেন, ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষের ঘামে অর্জিত ফসল চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করি। রংপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে। শহীদ আবু সাঈদ বুক উঁচু করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গুম, খুন এবং সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, “আলেম-ওলামাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে টার্গেট করা হয়েছে। সময় এসেছে এসব অন্যায়ের বিচার নিশ্চিত করার।”

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মো. আব্দুস সালাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান, এবং ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতারা।

নেতাকর্মীরা পথসভায় দলীয় ঐক্যবদ্ধতার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর