[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১১:২৬ পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী গণপরিষদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “গণপরিষদ নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আমাদের এখন বহুদলীয় সংবিধানের প্রয়োজন, যেখানে সবাই একসঙ্গে কাজ করতে পারবে। মুজিববাদী সংবিধান থেকে বের হয়ে আসার সময় এসেছে।”

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “বর্তমানে বহুদলীয় সংবিধান রচনার একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

আমরা এমন একটি সংবিধান চাই, যা ফ্যাসিবাদকে প্রতিহত করবে। নতুন সংবিধান গড়তে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই প্রক্রিয়ায় বাধা দিতে চাইবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে।

যদি কেউ দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র করতে চায়, তবে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। আমরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব।”

নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, “এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, বরং এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বহুদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা ভবিষ্যতে দেশে সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর