[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ৩:০৭ পিএম

মির্জা আব্বাস বক্তব্য রাখছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাধীনতা পেয়ে এখন অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন।

তিনি অভিযোগ করেন, কেউ কেউ বলছেন বিএনপি আবারও ১/১১ আনার চেষ্টা করছে। অথচ ১/১১-এর ভয়াবহতার সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, “১/১১-এর সময় বিএনপির নেতাকর্মীরা দমন-নিপীড়নের শিকার হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে দলের কেউই রেহাই পাননি।

এখন একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’—এই প্রবাদই তাদের মানসিকতার প্রকাশ।”

মির্জা আব্বাস বলেন, “কিছু মানুষ এমনভাবে কথা বলছেন যেন বিএনপি ভারতের দোসর।

যারা এসব কথা বলছেন, তারা নিজেদের চেহারা আয়নায় দেখুন। বিএনপিকে দোষারোপ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “আমার নিজের ১১ বছর জেল হয়েছে, আমার স্ত্রীর ১৬ বছর, ছোট ভাইয়ের ৮ বছর। বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে।

অথচ এখন বিএনপিকে আওয়ামী লীগের সহযোগী বলে প্রচার করার ষড়যন্ত্র চলছে। বিএনপি কিছু বললেই সমস্যা হয়ে যায়।”

বিদেশে বসে কিছু মানুষ দেশের বিষয়ে কথা বলে শান্তি বিনষ্ট করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “আপনাদের জ্ঞান যদি থাকে, তা দেশের কাজে লাগান। বিভেদ সৃষ্টি করবেন না।”

নতুন দল গঠনের বিষয়ে তিনি বলেন, “কেউ কেউ বলছেন, নতুন দল গঠিত হচ্ছে, আর বিএনপি এতে হিংসা করছে।

আমি বলব, যারা এসব বলছেন, তারা জাতির শত্রু। বিএনপি গণতান্ত্রিক দল, সব গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাগত জানায়। তবে জনসমর্থন পেতে হলে জনগণের মন বুঝতে হবে।”

আরাফাত রহমান কোকোর প্রসঙ্গে তিনি বলেন, “কোকোকে অসুস্থ অবস্থায় দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। পরে তাকে চৌকসভাবে হত্যা করা হয়েছে।

তার মা খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমানকে নিষ্ঠুর নির্যাতন করে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। আর কোকো লাশ হয়ে দেশে ফিরেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর