ফাইল ছবি
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক বাণীতে তিনি বলেন, "আমাদের জাতীয় জীবনে ২৪ জানুয়ারি এক অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দৃঢ় প্রতিরোধে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। এই গণ-অভ্যুত্থান সামরিক স্বৈরশাসনের পতন ঘটিয়েছিল এবং আমাদের স্বাধীনতা অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল।"
তারেক রহমান বলেন, "ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের তাত্পর্য অপরিসীম। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন, বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম এবং মানুষের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে আনা।"
তিনি আরও বলেন, "আজকের দিনে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নিশ্চিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "২৪ জানুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ছাত্র-জনতার ঐক্য এবং দীর্ঘ আন্দোলনের পর ১৯৬৯ সালের এই দিনে গণ-অভ্যুত্থান ঘটেছিল, যা স্বৈরশাসনের পতন ও গণতন্ত্রের পথে নতুন দ্বার উন্মুক্ত করেছিল।"
মির্জা ফখরুল বলেন, "গণ-অভ্যুত্থান দিবস আমাদের গণতন্ত্র, স্বাধীনতা এবং নাগরিক অধিকার সুরক্ষায় প্রেরণার উৎস। এটি আজও আমাদের অন্যায়-অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে"
এসআর
মন্তব্য করুন: