[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

জামায়াতকে ‘স্বাধীনতাবিরোধী’ ও চরমোনাইকে ‘ফ্যাসিবাদের সহযোগী’ বললেন দুদু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৮:৩১ পিএম

ফাইল  ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগী দলের একত্রিত হওয়া গণতন্ত্রকে শক্তিশালী করবে না।

বরং যারা গণতান্ত্রিক ধারায় রয়েছে, তারা পরিশুদ্ধ হবে এবং সামনে এগিয়ে যাবে। রাজনৈতিক মেরুকরণ যতই হোক, জনগণ এই সিদ্ধান্তকে অনুমোদন করবে, এবং সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া।"

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু মন্তব্য করেন, "গণতন্ত্র ও জাতীয়তাবাদকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ হবে। স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলামি, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং সিল মারা কাজে লিপ্ত ছিল, তাদের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের মেলবন্ধন গণতন্ত্রের পক্ষে নয়।" তিনি আরও বলেন, "অপরদিকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছর ধরে লড়াই করছে বিএনপি, এবং আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চাই।"

দুদু আরও বলেন, "এখনো তারা নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ডে বারবার দেশবাসী রক্তাক্ত হওয়ার ঘটনা দেখেছে। বিএনপি মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে।"

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর