দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
এর ফলে দেশ আজ গভীর সংকটে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত "বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা" শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান, তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন।
দেশের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত ৫-১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।"
তিনি আরও বলেন, "আমরা সরকারকে সহযোগিতা করছি যাতে দেশ যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই। অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করলে জনগণের মধ্যে সন্দেহ ও অগণতান্ত্রিক ধারণা সৃষ্টি হবে।"
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "অনেকেই পরে আন্দোলনে যোগ দিয়েছেন। তবে পুরো আন্দোলন পরিচালনা করেছে বিএনপি। এটি ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত।"
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ফ্লোরিডা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ইমরানুল হক চাকলাদার, এবং নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।
এসআর
মন্তব্য করুন: