ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার চরশিহারী এলাকায় মোহাইমিনুল ইসলামের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে লেখা হয়, "সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হও"।
এ ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর মোহাইমিনুল ইসলাম মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সুপারকে অবহিত করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দারা মোহাইমিন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: